পদ্মসম্মানের তালিকায় বাঙালির জয়জয়কার

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) আগে আজ শনিবার এই বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

Must read

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) আগে আজ শনিবার এই বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। পদ্মশ্রী ছাড়াও পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। এই বছর মোট ১৩৯ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে। পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। পদ্মভূষণ সম্মান পেতে চলেছেন ১৯ জন। পদ্মশ্রী পাচ্ছেন ১১৩ জন।

আরও পড়ুন-টি-২০’তে বর্ষসেরা অর্শদীপ, অধিনায়ক হলেন রোহিত

পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, গায়ক অরিজিৎ সিংহ, মমতাশঙ্কর, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ। মরণোত্তোর পদ্মবিভূষণ পেতে চলেছেন লেখক এমটি বাসুদেবন নায়র, সঙ্গীতশিল্পী সারদা সিন‌্‌হা, সুজ়ুকির প্রাক্তন কর্তা ওসামু সুজ়ুকি। পদ্মভূষণ পাচ্ছেন ভারতের হকি দলের প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশ। ঢাক পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রমাণ করতেই গোকুলচন্দ্র দে ১৫০ জন মহিলাকে ঢাক বাজানোর প্রশিক্ষণ দিয়েছেন। গোকুল কম ওজনের একটি ঢাক তৈরি করে শুধু দেশ নয় বিদেশের মাটিতেও প্রশংসা কুড়িয়েছেন।। তাঁকে এই বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে।

আরও পড়ুন-ব্রিজভূষণের বাড়িতে কুস্তি সংস্থার অফিস! চাপে পড়ে সাফাই কর্তাদের

প্যারিসের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে ২০২৪ সালে সোনাজয়ী হরিয়ানার তিরন্দাজ হরবিন্দর সিংহকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে। যোগ অনুশীলনকারী শাইখা সম্মানিত হচ্ছেন পদ্মসম্মানে। তিনি কুয়েতে প্রথম লাইসেন্সপ্রাপ্ত যোগ স্টুডিও তৈরি করেন। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন গোয়ায় পর্তুগিজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সরদেশাই। জঙ্গলের মধ্যে মাটির নীচে একটি রেডিয়ো স্টেশন তৈরি করেছিলেন তিনি। সেই রেডিয়ো স্টেশন থেকে স্বাধীনতা সংগ্রামের বক্তব্য রাখতেন তিনি। কলিন গানৎজ়ার মরোণোত্তর পদ্মসম্মান পাচ্ছেন । ২০২৪ সালে মৃত্যু হয় তাঁর। এছাড়াও পদ্মসম্মানের তালিকায় রয়েছেন নাগাল্যান্ডে ফল চাষি এল হ্যাংথিং। তালিকায় জায়গা করে নিয়েছেন মরাঠি লেখক মারুতি ভুজাংরাও চিতামপল্লী, পুদুচেরির যন্ত্রশিল্পী পি দাচানামূর্তি, মধ্যপ্রদেশের সমাজসেবক স্যালি হোলকার ও অন্যান্যরা।

Latest article