আগামিকাল ১৫ অগাস্ট। স্বাধীনতা দিবস (Independence day) উপলক্ষ্যে সরকারি ছুটির দিন। ফলে অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত কম সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। সোমবার মেট্রোর তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির পরিবর্তে চলবে ১৮৮টি ট্রেন। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই রাখা হয়েছে। ওইদিন দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন (Kolkata Metro) ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো যথাক্রমে ৬.৫৫ মিনিট এবং ৭টায় পাওয়া যাবে। এই রুটের মতো গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট রুটে আজ ১০৬টির পরিবর্তে চলবে ৯০টি ট্রেন। এই রুটেও দিনের প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। তবে জোকা-তারাতলা রুটের ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকছে।
আরও পড়ুন- যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘আগমার্ক সিপিএম’-কে দায়ী করে মুখ্যমন্ত্রী বললেন, আমি স্তম্ভিত