যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘আগমার্ক সিপিএম’-কে দায়ী করে মুখ্যমন্ত্রী বললেন, আমি স্তম্ভিত

Must read

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jadavpur- Mamata Banerjee) বললেন, এই মৃত্যু কাম্য নয়। সোমবার, বেহালার অনুষ্ঠানে থেকে সিপিএমকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ছাত্রমৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, আমি স্তম্ভিত।” মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, যাদবপুরে কিছু আগমার্ক সিপিএম আছে, যারা এই ঘটনা ঘটাচ্ছে। ছাত্রমৃত্যুর ঘটনায় নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরাজকতার বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (Jadavpur- Mamata Banerjee)। তিনি জানান, যাদবপুরের ছেলেটির উপর জামা-কাপড় খুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছিল। তাঁর কথায়, “যারা ছেলেটাকে উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে, তারা সব মার্ক্সবাদী। এরা কখনও বিজেপি, কখনও কংগ্রেস।” তৃণমূল সভানেত্রী বলেন, “ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। তারা ছেলেটার জামাকাপড় পর্যন্ত খুলে নিয়েছিল। এসব করেও ওদের লজ্জা নেই।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই ছাত্রের হাতে একটা মাদুলি ছিল। ওরা বলেছিল সেটা খুলতে হবে। যেন জমিদারি। ওটা যেন ওদের রেড ফোর্ট! এরপরেই যাদবপুরকে আতঙ্কপুর বলে তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওখানে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। র‍্যাগিং করে। যাদবপুর এখন আতঙ্কপুর। অনেক জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না।’’

আরও পড়ুন- কন্যাশ্রী দিবস সারা দেশে একদিন ওয়ার্ল্ড গার্ল চাইল্ড ডে হিসাবে পালিত হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article