বীরভূমের (Birbhum) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের (Shantiniketan Medical college) এক ছাত্রী রবিবার রাতে হস্টেলে হঠাৎ করেই ডিনারের পর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর নাম স্নেহা দত্ত। নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া স্নেহা। বাড়ি হুগলির পুড়শুড়া শ্যামপুরে। মৃত ছাত্রীর পরিবার যদিও এই ঘটনাকে একেবারেই স্বাভাবিক বলে মনে করছে না। থানায় অভিযোগ জানানো হয়েছে। স্নেহার রুমমেটরা জানায় খাওয়ার পর ঘরে ঢুকে অসুস্থ হয়ে পড়ে স্নেহা। তারপরেই মাথা ঘুরে পড়ে যায়। উদ্বিগ্ন হয়ে রুমমেটরা চিকিৎসককে খবর দেন। এদিনের রাতে খাবারের মেনুতে ছিল মাংস ভাত। অভিযোগ পেলে সবকিছুই খতিয়ে থাকবে পুলিশ।
আরও পড়ুন-যোগীরাজ্যে বিজেপি বিধায়কের সরকারি ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
জানা গিয়েছে, রবিবার রাতে হস্টেলে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে স্নেহা। রুমমেটরা হস্টেলের চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক অবস্থা বুঝে সেই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নতদন্তের রিপোর্টর পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। সেই ছাত্রীর বাবার দাবি, এর পিছনে কোনও রহস্য রয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও এই নিয়ে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও নেই।