প্রতিবেদন : অবশেষে ভারতে ফিরলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nusrat Bharucha)। ৩৯তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েল গিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর ছবি ‘আকেলি’ এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু ইজরায়েলে গিয়ে বিপদের মুখোমুখি হন নায়িকা। আচমকা এই হামলার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভিনেত্রীর সঙ্গে। শেষমেশ রবিবার বিকেলেই সুস্থ অবস্থায় মুম্বই ফিরলেন নুসরত (Nusrat Bharucha)। মুম্বই বিমানবন্দরে পৌঁছনোর পর অভিনেত্রীকে হতাশাগ্রস্ত লাগছিল। তবে ভারতে ফেরার পর সাংবাদিকরা অভিনেত্রীকে কিছু জিজ্ঞেস করার আগেই অভিনেত্রী জানান, আমার কিছুটা সময় দরকার। শনিবার থেকে টিম বা পরিবারের কেউই খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর জানা যায়, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী। সেখানে সুরক্ষিত রয়েছেন তিনি। তবে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে অভিনেত্রী দেশে ফেরায় স্বস্তিতে অনুরাগী ও নুসরতের পরিবার। নুসরতের টিমের তরফে বলা হয়েছে, অভিনেত্রী ভারতে ফেরার একটি ফ্লাইটে উঠতে পেরেছিলেন। নুসরতের সঙ্গে যোগাযোগ করে এবং দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সরাসরি ফ্লাইট না পাওয়ার কারণে একটি সংযোগকারী ফ্লাইটে মুম্বই ফেরেন তিনি।
আরও পড়ুন-বিজেপি নেত্রীর মিথ্যাচারে সরব তৃণমূল কংগ্রেস শীর্ষনেতৃত্ব, ক্ষোভ প্রকাশ এক্সে