বিজেপি নেত্রীর মিথ্যাচারে সরব তৃণমূল কংগ্রেস শীর্ষনেতৃত্ব, ক্ষোভ প্রকাশ এক্সে

কিছুদিন আগেই ২০ লক্ষ চিঠি নিয়ে দিল্লি গিয়েছিল তৃণমূল কংগ্রেস।

Must read

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূল নেতৃত্বের ধরনা চলাকালীন ১৪৪ ধারা নিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। আর এরপরই ধরনা মঞ্চে দাঁড়িয়ে অভিষেক স্পষ্ট করেই জানান, ‘রাজ্যপালের কাছে আমার প্রশ্ন আছে। বিজেপির নেতারা এসে যখন উঠোনে জনসভা করেন তখন দায়িত্ববোধ, সংবেদনশীলতা, আনুগত্য কোথায় থাকে?’ তিনি মনে করিয়ে দিয়েছেন, বিজেপির প্রতিনিধিরা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৬ বার মিছিল করে রাজভবনে গিয়েছেন।

আরও পড়ুন-ওয়াই প্লাস নিরাপত্তা পেলেন বলিউডের বাদশাহ

কিছুদিন আগেই ২০ লক্ষ চিঠি নিয়ে দিল্লি গিয়েছিল তৃণমূল কংগ্রেস। কৃষি ভবনে গেলে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা হয়নি তাঁদের। এমনকি কৃষি ভবন থেকে তাঁদের আটক করে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। ধর্ণা মঞ্চ থেকে সেই কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন কৃষি ভবনের ফুটেজ চেক করে দেখা হোক, ঠিক কী ঘটেছিল সে দিন।

আরও পড়ুন-করমণ্ডল দুর্ঘটনায় দাবিহীন ২৮ দেহ, গণদাহ হওয়ার সম্ভাবনা

এই নিয়ে ডঃ শশী পাঁজা এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘আর কত মিথ্যে বলবেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি? কৃষি ভবন যাওয়ার জন্য উপস্থিতদের উল্লেখ করে একটি ইমেল পাঠানো হয়েছে৷ পূর্ব অনুমতি ছাড়া কেউ কৃষি ভবনে প্রবেশ করতে পারবে না তিনি যদি আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করতে চাইতেন তবে তিনি পিছনের দরজা দিয়ে এভাবে চলে যেতেন না!’

 

আরও পড়ুন-সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ১৪০

এই মর্মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্সে লেখে, ‘দ্বিচারিতা চরমে! রাজ্যপাল রাজভবনে ধর্নার অনুমোদনের বিষয়ে জিজ্ঞাসা করে GoWB-এর কাছে চিঠি লিখে, বাংলার বঞ্চিত সুবিধাভোগীদের দুর্দশার প্রতি তার দ্বিগুণ উদাসীনতা প্রদর্শন করে। ১৪৪ ধারা জারি থাকলে রাজভবনে বিজেপি কিভাবে সমাবেশ করছিলেন নেতারা? এটা আরেকটা জমিদারি কৌশল!’

 

Latest article