আজই শেষ তাপপ্রবাহের প্রথম স্পেল, কালবৈশাখীর সম্ভাবনা

Must read

অবশেষে স্বস্তির কথা শোনালো আবহাওয়া দফতর। গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে ৫ মে। আগামী সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার গোটা রাজ্যের সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরমধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৬ তারিখ দু এক দফা ভারি বৃষ্টি। সব জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা। কলকাতায় মঙ্গলবার সব থেকে বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে শহরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা। আগামীকাল মুর্শিদাবাদ, বীরভূম নদিয়া এবং দুই ২৪ পরগনায় কালবৈশাখীর সতর্কতা জারি। শনিবার রাজ্যে ছিল মিশ্র আবহাওয়া। আজ দক্ষিণের দু একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণের বেশিরভাগ জেলায় খুব হালকা দু এক পশলা বৃষ্টি। তবে বৃষ্টি শেষে অস্বস্তি চরমে উঠবে। সোম এবং মঙ্গলে রাজ্যের উপকূলে সতর্কতা জারি হাওয়া অফিসের। সমুদ্র উত্তাল হবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে।মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এদিকে ৭২ ঘন্টায় ৪ ডিগ্রি নামল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।

আরও পড়ুন- বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে জল্পনা খারিজ রাজ্য সরকারের

Latest article