প্রতিবেদন : তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে সোমবার শপথ (oath) নিলেন সাকেত গোখেল (Saket Gokhale)। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হন তিনি। সোমবার সকাল ১১টা নাগাদ রাজ্যসভায় শপথ নেন সাকেত গোখেল। শপথের পরে টুইটারে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি।
আরও পড়ুন-হিংসা-বিধ্বস্ত মণিপুর : এবার বিজেপি সরকারকেই নিশানা দলীয় বিধায়কের
টুইটে তিনি লিখেছেন, তৃণমূল থেকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে গর্বিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমার দল, জনগণ এবং পশ্চিমবঙ্গবাসীর ভালবাসার জন্য ধন্যবাদ। ভারত এবং আমাদের জনগণকে কার্যকরভাবে সেবা করার জন্য আমি উন্মুখ।
Proud to have taken oath today as Member of Parliament, Rajya Sabha from @AITCofficial.
I thank my leaders @mamataofficial & @abhishekaitc for giving me this opportunity & my party, the people & the state of West Bengal for all the love.
Looking forward to serving India and… pic.twitter.com/2fmxsOsljh
— Saket Gokhale (@SaketGokhale) July 24, 2023