উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মসংস্থান

মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বিভিন্ন বণিক সভা এবং শিক্ষা, কারিগরি শিক্ষা-সহ ১৬টি দফতরের সচিবদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : রাজ্যের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ করে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বণিকসভাগুলির সাহায্য নিয়ে এই কাজে এগিয়ে এসেছে কারিগরি শিক্ষা দফতর। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বিভিন্ন বণিক সভা এবং শিক্ষা, কারিগরি শিক্ষা-সহ ১৬টি দফতরের সচিবদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-সাকেতের শপথ

সেই কমিটির মূল কাজ হল কীভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায় তার দিশা ঠিক করা। পাশাপাশি উৎকর্ষ বাংলা কর্মসূচিতে প্রশিক্ষণ দিয়ে যুবসমাজকে শিল্প সংস্থায় কাজের জন্য উপযুক্ত করে তৈরি করা। শনিবার নবান্নে এই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠকে সব সদস্য উপস্থিত ছিলেন। ঠিক হয়েছে কীভাবে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া হবে তা নিয়ে দ্রুততার সঙ্গে রূপরেখা তৈরি করা হবে। বণিকসভাগুলিকে অনুরোধ করা হয়েছে সদস্যদের সাহায্য নিয়ে কীভাবে এ-রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায় তা দেখতে।

Latest article