জল ছাড়বে ডিভিসি

এর ফলে খারিফ মরশুমে উপকৃত হবে দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়ার কৃষকরা। সোমবার এমনই জানালেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার।

Must read

প্রতিবেদন: চলতি মরশুমে দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির অভাব। এর জেরে জলাধারগুলিতেও জলের অভাব। এই অবস্থায় আগামী ২৭ জুলাই জল ছাড়া শুরু করছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এর ফলে খারিফ মরশুমে উপকৃত হবে দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়ার কৃষকরা। সোমবার এমনই জানালেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার।

আরও পড়ুন-উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মসংস্থান

সোমবার বর্ধমান সার্কিট হাউসে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার আধিকারিকদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বর্ধমানের ডিভিশনাল কমিশনার ছাড়াও পূর্ব বর্ধমানের জেলাশাসক, জেলা সভাধিপতি, ডিভিশনাল মেম্বার, সেন্ট্রাল ওয়াটার কমিশনের সচিব-সহ অনান্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর বর্ধমানের ডিভিশনাল কমিশনার বলেন, গত বছরের তুলনায় এবছর বৃষ্টি কম হওয়ায় ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধারে মজুত জলের পরিমাণ ২৫ শতাংশ কমেছে। মাইথনে ৪৬১ ফুট এবং পাঞ্চেতে ৪০০ ফুট জল মজুত রয়েছে। খারিফ মরশুমে চাষের জন্য মজুত জল থেকে ৭৫ হাজার একর ফিট জল ছাড়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ২৭ জুলাই থেকে ৭ দিন এই জল সরবরাহ করা হবে। এরপরও ঘাটতি থাকলে ২ অগাস্টের পর এ-নিয়ে বৈঠক হবে।

Latest article