উদ্ধারে বাধা, তাই বাড়ছে অপেক্ষা

Must read

প্রতিবেদন : উদ্ধারকাজে মাঝেমাঝেই বাধার সম্মুখীন হতে হচ্ছে। আর তাই অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘতর হচ্ছে। উত্তরকাশীর টানেলের (Uttarakhand Tunnel Crash) উদ্ধারকাজে আবারও প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছে উদ্ধারকারী দল। আবারও বের করে আনা হল অগার মেশিন, খনন বন্ধ। উদ্ধারকারীরা বলছেন, এমন জটিল কাজে আগাম নির্দিষ্ট সময় দেওয়া কার্যত অসম্ভব।
গত ১২ নভেম্বর থেকে নানা রাজ্যের ৪১ জন শ্রমিক ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন। এরমধ্যে ৩ জন বাংলার শ্রমিক। শুক্রবারও মাত্র কয়েক মিটার দূরেই কাজ থামিয়ে দিতে হয় উদ্ধারকারী দলকে। যে মেশিন দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় থমকে যায় উদ্ধারপর্ব। শুক্রবার সকাল থেকে ফের সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এই বুঝি মুক্তি পাবেন সুড়ঙ্গে আটক শ্রমিকরা (Uttarakhand Tunnel Crash)। প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছিল, মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু আচমকাই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উদ্ধারকাজ থামাতে বাধ্য হয় উদ্ধারকারী দল।
উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অপেক্ষা করছেন আটক শ্রমিকদের পরিবারের সদস্যরা। এদিকে উদ্ধার অভিযানে ব্যবহৃত ড্রোন প্রযুক্তি সম্পর্কে স্কোয়াড্রোন ইনফ্রা মাইনিং প্রাইভেট লিমিটেডের এমডি এবং সিইও সাইরিয়াক জোসেফ বলেছেন, এটি একটি নতুন প্রযুক্তি, যে সমস্ত এলাকায় জিপিএস কাজ করে না সেখানেও কাজ করতে সক্ষম। এটি সম্প্রতি ভারতে চালু করা হয়েছে। আমাদের লক্ষ্য হল কীভাবে আটক শ্রমিকদের দ্রুত উদ্ধার করা যায়। পাশাপাশি উদ্ধারকারী দলের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। অন্যদিকে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেছেন, আমরা প্রথমে আশা করেছিলাম বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ উদ্ধার শেষ হবে। কিন্তু পাহাড়ের মর্জি খানিকটা আলাদা। মেশিন আপাতত বন্ধ রাখতে হয়েছে। কারণ মেশিনে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। যদিও পরবর্তী ধাপের জন্য বিকল্প পথও আমরা মাথায় রেখেছি।

আরও পড়ুন- এখনই মৃত্যুদণ্ড নয় ৮ প্রাক্তন নৌসেনার, ভারতের আর্জিতে সাড়া কাতারের

Latest article