এখনই মৃত্যুদণ্ড নয় ৮ প্রাক্তন নৌসেনার, ভারতের আর্জিতে সাড়া কাতারের

Must read

গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল ৮ নৌসেনা আধিকারিকের (8 Navy Veterans) বিরুদ্ধে। ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতারের আদালত। হাত গুটিয়ে বসে থাকেনি ভারত। ভারতের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড রদে আর্জি জানানো হয়েছিল। ভারতের এই আবেদন গ্রহণ করেছে কাতার আদালত। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানি।

আরও পড়ুন-নিউমোনিয়ার পিছনে নতুন কোনও ভাইরাসের হদিশ চিনে?

২০২২ সালে কাতারের গোয়েন্দা বিভাগের হাতে এই ৮ প্রাক্তন নৌসেনা (8 Navy Veterans) কর্মী গ্রেফতার হন। তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় কাতার আদালত। এই আটজনের মধ্যে একজনের বোন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে আবেদন জানান। এরপরই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, এই ৮ জনই ভারতীয় নৌসেনাতে উচ্চপদে ছিলেন। ২০ বছর ধরে তারা দেশকে সেবা করেছেন। কাতারের আদালত কী নির্দেশ দেয় তার ওপরেই এখন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে কাতার আদালত থেকে যদি তারা মুক্তি পেয়ে যান, তবে দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেই খবর। যদিও কাতারের তরফে এখনও পর্যন্ত এবিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আপাতত ভারতের আবেদন খতিয়ে দেখে ফের মামলার শুনানি শুরু হবে কাতারের আদালতে। যদিও আগামী শুনানির তারিখ এখনও জানা যায়নি।

Latest article