এবার ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি!

Must read

এবার ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী। এক পরিবার নেপাল থেকে কলকাতা এসেছে। কলকাতায় পা দিয়েই ‘অতিথি’র হারিয়ে গিয়েছিল সাধের দামী I Phone। ভিনদেশীদের হাতে দ্রুত হারানিধি ফিরিয়ে দিয়ে ‘হিরো’ হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের OC সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)।

বুধবার, দেড়টা নাগাদ সৌভিক (Souvik Chakraborty) যখন এমজিআরডি-তে টহল দিচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন এক ব্যাক্তি উদ্ভ্রান্তের মতো হাঁটাহাঁটি করছেন। তাঁকে জিজ্ঞাসা করে হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি জানাতে পারেন ওই ব্যক্তির নাম কুশল শর্মা। তিনি এদিন সকালেই নেপাল থেকে সপরিবারে কলকাতায় এসেছেন। তাঁরা হাওড়া ফুলবাজারে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ট্যাক্সি থেকে নামার পরে কুশল লক্ষ্য করেন, যে ভুলে তাঁর আই ফোনটি ট্যাক্সির ভিতরেই ফেলে রেখেছেন। তার সমস্ত মূল্যবান নথির পাশাপাশি তাঁর কলকাতার সব যোগাযোগ ও স্থানীয় ঠিকানা-সহ গুরুত্বপূর্ণ বিবরণ ফোনে সংরক্ষিত ছিল। ফলে ফোনটি হারানোয় তিনি দিশেহারা হয়ে পড়েন।

আরও পড়ুন: কবে পঞ্চায়েত নির্বাচন?

সৌভিক জিজ্ঞাসা করায় কুশল জানান, তিনি শুধুমাত্র ট্যাক্সির শেষ ৪টি সংখ্যা এবং ড্রাইভারের বর্ণনা মনে করতে পারছেন। সৌভিক চক্রবর্তী এবং সার্জেন্ট বিদ্যুৎ বিশ্বাস ট্যাক্সিটি খুঁজে বের করতে সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেন। বেশ কিছুক্ষণ পরে ট্যাক্সির চালকের সন্ধান পাওয়া যায়। টেলিফোন ভবনের কাছে ছিলেন। গাড়ি নিয়ে তিনি ঘটনাস্থলে ফেরেন। সেই গাড়ির পিছনের সিটের নীচ থেকে ফোনটি মেলে। এত কম সময়ে হারানিধি ফিরে পেয়ে অভিভূত কুশল শর্মা এবং তার স্ত্রী। সৌভিককে অন্তর থেকে ধন্যবাদ জানান তাঁরা। জানান, কলকাতা তাঁদের হৃদয়ে আনন্দের শহর হিসেবে থেকে যাবে।

Latest article