মুখ্যমন্ত্রী ফিরলেই আনুষ্ঠানিক ঘোষণা, দালাল চক্র ঠেকাতে এবার চালু দুয়ারে দলিল পরিষেবা

রাজ্যে জমি, বাড়ি, সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরল করতে রাজ্য সরকার ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে নতুন ব্যবস্থা চালু করছে।

Must read

প্রতিবেদন : রাজ্যে জমি, বাড়ি, সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরল করতে রাজ্য সরকার ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে নতুন ব্যবস্থা চালু করছে। এর ফলে জমি, বাড়ি বা সম্পত্তি কেনার পর তার দলিলের জন্য আর রেজিস্ট্রি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। সম্পত্তি রেজিস্ট্রির পর দলিল ডাকযোগে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়াকে এক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে। এজন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও রাজ্যের আলোচনা হয়েছে। ইতিমধ্যেই নতুন ব্যবস্থা শুরু করার যাবতীয় প্রস্তুতি শেষ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-মাঠে ফিরেই ফের চোট পেলেন মেসি

মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই আনুষ্ঠানিক ভাবে নতুন ব্যবস্থা চালু করা হবে। তবে নতুন পরিষেবা চালু করা হলেও সশরীরে দলিল সংগ্রহের পদ্ধতিও চালু থাকবে। সম্পত্তি রেজিস্ট্রেশনের পুরো বিষয়টিই দেখে রাজ্য অর্থ দফতরের অধীন ‘ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ’। বর্তমানে রেজিস্ট্রির পরই অনলাইনে পাওয়া যায় দলিলের ‘সার্টিফায়েড কপি’। মূল দলিল পেতে নির্দিষ্ট আইজিআর বিল রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে উকিলের মাধ্যমে তা তুলতে হয়। এই প্রক্রিয়ায় নানা জটিলতা রয়েছে। যার ফায়দা তুলতে রেজিস্ট্রি অফিসে সক্রিয় রয়েছে দালাল চক্র। দীর্ঘদিন ধরে এই বিষয়ে অভিযোগ পাচ্ছে প্রশাসন।

আরও পড়ুন-ফর্মে ফিরতে সিন্ধুর প্রেরণা কিং কোহলি

তার সমাধানের উদ্দেশ্যে এবার দুয়ারে দলিল পরিষেবা চালুর ভাবনা। এই পরিষেবা চালু করতে আইনি কোনও বাধা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দালাল চক্র বা অসাধু চক্রের বাড়তি খরচের বদলে সামান্য পোস্টাল চার্জ দিলেই দলিল পৌঁছে যাবে বাড়িতে|

Latest article