প্রতিবেদন : পশ্চিমবঙ্গের অশোকনগরে মাটির নিচে যে তেলের সন্ধান পাওয়া গিয়েছে তা আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন হালকা এবং বম্বে হাই এবং ব্রেন্ট ক্রুড অয়েলের প্রায় সমতুল্য। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের প্রশ্নের উত্তরে জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি।
আরও পড়ুন-হেমন্ত সোরেনকে ফের তলব ইডির
তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের অশোকনগরের কাছে মাটির নিচে যে তেলের সন্ধান পাওয়া গিয়েছিল তা ওএনজিসি দ্বারা পরিচালিত নিউ এক্সপ্লোরেশন লাইসেন্সিং পলিসির অধীনে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, অশোকনগরের কাছে তেলের সন্ধানে দুটি কূপ খনন করা হয়। যদিও প্রথম কূপটি পরিত্যক্ত এবং দ্বিতীয় কূপটি এখনও অনুসন্ধান ও মূল্যায়নের পর্যায়ে রয়েছে। আরও মূল্যায়নের জন্য দুটি নতুন কূপ খনন করা হয়েছে এবং এই দুটি কূপে পাওয়া তেলের পরীক্ষা করা হয়েছে।