হেমন্ত সোরেনকে ফের তলব ইডির

এদিকে ইডির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হেমন্তকে ওইদিন ইডির দফতরে হাজির হয়ে পিএমএলএ-র আওতাধীন মামলায় তাঁর বয়ান রেকর্ড করাতে হবে।

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অবিজেপি রাজ্যগুলিতে লাগাতার হানা দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ বিরোধী নেতাকে তদন্তের নামে হেনস্থা করছে মোদি সরকার। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আগেই সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার সেই ধারাই বজায় রইল। ফের জমি কেনাবেচায় আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার হেমন্ত সোরেনকে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে। এই নিয়ে টানা ৬ বার ডেকে পাঠানো হল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন-টার্গেট করে ৩০ গু.লি! কানাডায় দুই ভারতীয়র মৃ.ত্যু

এদিকে ইডির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হেমন্তকে ওইদিন ইডির দফতরে হাজির হয়ে পিএমএলএ-র আওতাধীন মামলায় তাঁর বয়ান রেকর্ড করাতে হবে।

আরও পড়ুন-বাংলার উন্নয়ন চায় না কেন্দ্র, তো.প কল্যাণের

এর আগেও পাঁচবার সোরেনকে ইডি তলব করেছিল। কিন্তু কোনওবারই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে গিয়ে হাজিরা দেননি। উল্টে হাজিরা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ নিয়ে রেখেছিলেন। ইডির অভিযোগ, রাঁচিতে ওই জমির মালিকানা নিয়ে বড় রকমের আর্থিক তছরুপ হয়েছে। ইতিমধ্যেই মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধৃতদের তালিকায় রয়েছে রাঁচির ডেপুটি কমিশনার আইএএস ছবি রঞ্জনের নামও।

Latest article