বাংলার উন্নয়ন চায় না কেন্দ্র, তো.প কল্যাণের

সোমবার লোকসভার জিরো আওয়ারে সরব হলেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ এবং মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বাংলার উন্নয়নে কোনও মাথাব্যথা নেই। এই অভিযোগে সোমবার লোকসভার জিরো আওয়ারে সরব হলেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ এবং মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে কল্যাণ বলেন, বিজেপি শাসনকালে বাংলায় একটিও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ তৈরি হয়নি। এই আচরণ বিমাতৃসুলভ।

আরও পড়ুন-টার্গেট করে ৩০ গু.লি! কানাডায় দুই ভারতীয়র মৃ.ত্যু

কল্যাণ জানতে চান, বাংলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অথবা কলেজ খোলার বিষয়ে কেন্দ্রের কি কোনওরকম পরিকল্পনা রয়েছে? শুধু তাই নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকা এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সংসদীয় এলাকাতেও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ খোলার বিষয়ে সরকারের পরিকল্পনা কী তা জানতে চান। এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার স্পষ্ট কোনও উত্তর না দিতে পেরে জানান, বাংলার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ খোলার ইচ্ছা প্রকাশ করে রাজ্য সরকারকেই কেন্দ্রের কাছে দরবার করতে হবে। তাহলেই সেই বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে।

Latest article