আগরতলা : ‘আদি বিজেপি’ উঠে গেল। ত্রিপুরায় বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা, একাধিকবার দলের লোকসভা ও বিধানসভার প্রার্থী, ছ’বছর জাতীয় কর্মসমিতির সদস্য, রাজ্যের সাধারণ সম্পাদক প্রবাদপ্রতিম জনজাতি নেতা পরীক্ষিৎ দেববর্মন বুধবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁর হাতে দলের পতাকা দেন সাংসদ সুস্মিতা দেব, কুণাল ঘোষ ও সুবল ভৌমিক। পরীক্ষিৎ বলেন, ‘‘আমি এবং আমরা ক’জন বিজেপিকে ত্রিপুরায় এনেছিলাম। এখন দেখলাম এটা জনবিরোধী স্বেচ্ছাচারিতার আখড়া। ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই প্রথমে বিজেপি থেকে ইস্তফা দিয়ে ‘আদি বিজেপি’ নামক মঞ্চ গড়েছিলাম। এখন সেটি ভেঙে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে উন্নয়নের যে নীতি নিয়ে চলছেন, তাতেই আস্থা রাখছি।”
আরও পড়ুন : ৩১শে আসছেন অভিষেক, ত্রিপুরায় তুঙ্গে উৎসাহ
কুণাল ঘোষ বলেন, ‘‘আমি তো পশ্চিমবঙ্গেও বলি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির লড়াই। তৎকাল বিজেপির হাতে অপমানিত আদিরা। এখন পরীক্ষিৎবাবুর ঘটনা সেটাই প্রমাণ করল। যাঁরা বিজেপিকে ভুল করেও ভোট দিয়েছিলেন তাঁদের বলব সর্বধর্মসমন্বয় ও উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দিন।’’