প্রতিবেদন : করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই চোখ রাঙাচ্ছে তীব্র সংক্রামক ওমিক্রনের আর এক প্রজাতি বিএ-৪-এর (Omicron BA.4 Variant) সংক্রমণ। তামিলনাড়ুতে (Tamil Nadu) মিলল বিএ-৪ (Omicron BA.4 Variant) আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির হদিশ। তামিলনাড়ু সরকার জানিয়েছে, চেন্নাই (Chennai) থেকে ৩০ কিলোমিটার দূরে চেঙ্গলপাট্টু জেলার নভালুরের এক বাসিন্দার শরীরে মিলেছে এই ভাইরাস। ওমিক্রনের নতুন রূপ নিয়ে আশঙ্কা ছড়াচ্ছে ভারতে। দেশে বিএ.৪ আক্রান্তের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল হায়দরাবাদে। শুক্রবার ওই ব্যক্তির শরীরে কোভিডের এই নতুন ভাইরাসের হদিশ মিলেছিল। জানা গিয়েছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই ব্যক্তি। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, সবাইকে চিহ্নিত করার কাজ শুরু করে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে শনিবার ফের দ্বিতীয় বিএ-৪ আক্রান্তের সন্ধান মিলল। এদিকে দেশে ফের লাফিয়ে বাড়ল করোনায় মৃত্যু। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৬৫ জন। অথচ শুক্রবার, করোনায় মৃতের সংখ্যা ছিল মাত্র ২৫। পরের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
আরও পড়ুন: লিয়াম ঝড়ে জিতে শেষ করল পাঞ্জাব