এবার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট মিলল

Must read

প্রতিবেদন : নামটা যে ঠিক কী, তা এখনও জানা যায়নি নিশ্চিতভাবে। তবে রাজ্যে কয়েকজন করোনা আক্রান্তের নমুনায় যে পাওয়া গিয়েছে নয়া ভ্যারিয়েন্টের হদিশ, সে ব্যাপারে প্রায় নিশ্চিত বিশেষজ্ঞরা। তাঁদের বিশ্বাস, ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট (Omicron Sub-Variant) এটি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সের (এনআইবিজি) রিপোর্ট এলেই নিশ্চিতভাবে জানা যাবে এই নয়া ভ্যারিয়েন্টের নাম। তবে বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে জেনোমিক্সের পক্ষ থেকে। আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও নতুন ভ্যারিয়েন্টে (Omicron Sub-Variant) রীতিমতো অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন: এক পোর্টালে রাজ্যের কুড়ি প্রকল্পের সুবিধা

নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যে কোভিড আবার মাথাচাড়া দিচ্ছে অতিসম্প্রতি। প্রতিরোধে তৎপরতা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরও। সচেতন করা হচ্ছে জনগণকে। তবুও অল্প হলেও আশঙ্কা থেকেই যাচ্ছে। স্বাস্থ্য দফতরকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট চলে এসেছে রাজ্যে। সামনের সপ্তাহে রিপোর্ট এলেই স্পষ্ট হবে বিষয়টা। তবে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞদের মতে, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার তেমন কোনও প্রয়োজন নেই।

Latest article