২০শে মে, ঐতিহাসিক পরিবর্তনের দিনটি স্মরণ করে টুইট মুখ্যমন্ত্রীর

তৈরী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ছিল নতুন পথ চলার অঙ্গীকার ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা।

Must read

২০১১ সালের ২০শে মে, টানটান উত্তেজনাপূর্ণ সেই দিন। ৩৪ বছরের দীর্ঘ বাম (CPIM) শাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিংহাসন জয় করেছিল মা মাটি মানুষের সরকার (Ma Mati Manush)। এক ধাক্কায় ধসে পড়েছিল লালদুর্গ। মানুষের রায় সেদিন জবাব দিয়েছিল। তৈরী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ছিল নতুন পথ চলার অঙ্গীকার ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা।

আরও পড়ুন-আছে কথার দাম, ঠিক ১১ টায় নিজাম প্যালেসে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আাসার আগে চিঠি সিবিআইকে

আজ ২০শে মে ২০২২, অতিক্রান্ত অনেকগুলো বছর। সমস্ত রকম প্রতিকূলতা কাটিয়ে তৃণমূল সরকারের আজ রাজনীতির ময়দানে আরো একটি নতুন বছর। আজকের এই বিশেষ দিন স্মরণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে সাধারণ মানুষকে সবরকম পরিথিতিতে পাশে থাকার বার্তা দেন।

আরও পড়ুন-সাভারকরের জন্মদিনে নতুন সংসদ ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী! প্রশ্ন তুলল তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘এই দিনে, ২০১১ সালে, আমরা ৩৪ বছরের পুরানো দানব শাসনকে প্রতিস্থাপন করতে এবং পশ্চিমবঙ্গে মা মাটি মানুষ সরকার গঠনের শপথ নিয়েছিলাম। আমরা আজ অঙ্গীকার পুনর্নবীকরণ করি এবং জনগণের জন্য নিজেদেরকে উৎসর্গ করি। কেন্দ্রে কর্তৃত্ববাদী সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তোলে, কিন্তু সারাদেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের মিছিলে আমাদের সাথে আছে। দীর্ঘজীবী হোক ২০শে মে।’

 

Latest article