মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনা এড়াতে স্কুলে সচেতনতা শিবির, পড়ুয়াদের পথনিরাপত্তার ক্লাস নিল পুলিশ

থাকছে ট্রাফিক পুলিশ। তার সঙ্গেই এবার স্কুলে স্কুলে পড়ুয়াদের পথনিরাপত্তার পাঠ দেওয়া শুরু করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

Must read

প্রতিবেদন : মহানগরীর স্কুলগুলির পড়ুয়াদের পথনিরাপত্তার বিষয়ে সচেতন করতে এগিয়ে এল কলকাতা পুলিশ। স্কুলে স্কুলে এ বিষয়ে ক্লাস নিতে শুরু করেছেন ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। খুদে পড়ুয়াদের রীতিমতো ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছেন কেমন করে নিরাপদে রাস্তা পারাপার করতে হয়। বোঝাচ্ছেন ট্রাফিক সিগন্যালের খুঁটিনাটিও। শুধু পড়ুয়া নয়, যাঁদের হাত ধরে স্কুলে যাতায়াত করে শিশু-কিশোররা, সেই অভিভাবকদেরও সচেতন করছেন পুলিশ কর্তারা। এই সচেতনতা কর্মসূচিকে ঘিরে বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে পড়ুয়াদের মধ্যে। বুধবারই দক্ষিণ কলকাতার একটি স্কুলে পথনিরাপত্তা বিষয়ে ক্লাস নিল পুলিশ।

আরও পড়ুন-বন্ধুবেশে শত্রুরা, নারীপাচারে সচেতন করল পুলিশ

বেহালা চৌরাস্তায় ঘটনার পর শহরে দুর্ঘটনা রুখতে কড়া মনোভাব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব ও কলকাতা পুলিশ কমিশনারের কাছ থেকে ঘটনার রিপোর্ট চাওয়ার পাশাপাশি দুর্ঘটনা কমাতে একাধিক নির্দেশও দেন তিনি। তাঁর নির্দেশ পেয়েই কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শহরের স্কুলগুলির সামনে বাড়ানো হয়েছে নজরদারি। থাকছে ট্রাফিক পুলিশ। তার সঙ্গেই এবার স্কুলে স্কুলে পড়ুয়াদের পথনিরাপত্তার পাঠ দেওয়া শুরু করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন-সচিবালয় কর্মীদের ৩১৬ নতুন পদ, লক্ষ্য দ্রুত পদোন্নতি

রাস্তায় বেরোলে কীভাবে রাস্তা পার হতে হবে, গাড়িতে সিট বেল্ট কেন ব্যবহার করতে হবে, বাইকে হেলমেট ব্যবহার করা থেকে শুরু করে বেপরোয়া গাড়ি না চালানো, হর্ন না বাজানোর মতো বিষয়গুলি পড়ুয়াদের বোঝানো হয়। পড়ুয়াদের মাধ্যমে তাঁদের অভিভাবকদেরও বার্তা পৌঁছে দিতে চায় কলকাতা পুলিশ। বুধবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করেছিল কলকাতা পুলিশের সাউথ ট্রাফিক গার্ড। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্তা জানান, শুধুমাত্র ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ জুড়ে এই শিবির হবে এমন নয়, বিভিন্ন স্কুলে লাগাতার এই কর্মশালা চলবে।

Latest article