প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার সম্ভাবনা রুখতে প্রস্তুত পুলিশ-প্রশাসন

সাধারণের জন্য মন্দিরের দরজা না খুললেও রাস্তার ধার থেকেই জগন্নাথ মন্দিরের ছবি তুলছেন, বাইরেটা ঘুরে দেখছেন অনেকেই।

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: ঢেলে সাজানো হয়েছে সৈকতসুন্দরী দিঘাকে। উন্নয়নের ছোঁয়ায় খোলনলচে বদলে গিয়েছে দিঘার।বিদেশি ধাঁচের বিভিন্ন রাইডের পাশাপাশি বিচ চত্বর সেজে উঠেছে অভিনব সাজে। তাই দেশবিদেশ না গিয়ে আগের তুলনায় ভিড় বাড়ছে দিঘায়। শনি-রবির দুদিনের ছুটিকে ঘিরে পর্যটকে গমগম করছে দিঘা। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে ভিড় জমে এখানে। তবে চলতি বছর আজ, রবিবার প্রজাতন্ত্র দিবস হওয়ায় আলাদা করে ছুটি মার গেলেও শনি-রবির সপ্তাহান্তিক ছুটিকে কাজে লাগিয়ে আনন্দে মেতে উঠছেন পর্যটকেরা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শনিবারই দিঘায় পৌঁছে যান বহু পর্যটক। ফলে দিঘার অধিকাংশ হোটেলে বুকিং সম্পূর্ণ। ডিসেম্বরে পর্যটকে কিছুটা ভাটা থাকলেও জানুয়ারি থেকে বড়সড় ভিড় জমছে সৈকতে। ইতিমধ্যে দিঘার ঢেউসাগর পার্কে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিদেশি ধাঁচের একাধিক রাইড চালু করা হয়েছে। সেখানে মজা নিতে পারবেন আট থেকে আশির সকলেই। এছাড়াও দিঘার জগন্নাথ মন্দির পর্যটকদের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-সিপিএমের হামলার প্রতিবাদে কৈলাশ মিশ্রর নেতৃত্বে ধিক্কার সভা

সাধারণের জন্য মন্দিরের দরজা না খুললেও রাস্তার ধার থেকেই জগন্নাথ মন্দিরের ছবি তুলছেন, বাইরেটা ঘুরে দেখছেন অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার প্রজাতন্ত্র দিবসকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত। নাশকতা ও অপরাধমূলক এবং অপ্রীতিকর ঘটনা রুখতে পর্যাপ্ত সিসিটিভির পাশাপাশি রয়েছে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সতর্কও করছে প্রশাসন। ইতিমধ্যে ভিড়ের মধ্যেও যাতে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেজন্য কয়েকদিন সাফাইকর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও যানজট এড়াতে অস্থায়ী পার্কিংগুলি চালু করা হয়েছে। অতি-উৎসাহী পর্যটকেরা যাতে বিপদসীমা অতিক্রম করে যেতে না পারেন সেজন্য ওয়াচ টাওয়ার থেকেই চলছে নজরদারি। শনিবার সকালে ট্রেনে আসা এক তথ্যপ্রযুক্তি কর্মী আয়ূষ বন্দ্যোপাধ্যায় জানান, ‘দিঘা বরাবরই ভ্রমণপ্রিয় মানুষদের মন টানে। তাই বারবার আসি। বর্তমানে যেভাবে দিঘা সেজে উঠেছে তাতে বিদেশকেও হার মানাবে।ছুটির দিন আনন্দে কাটানোর সমস্ত সুবিধা মজুত এখানে।’ দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস বলেন, ‘ভিড়ের মাঝেও দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা প্রস্তুত। পর্যটকরা যাতে কোনওভাবে অসুবিধায় না পড়েন সেজন্য প্রশাসনও প্রস্তুত রয়েছে। নিরাপত্তারক্ষায় বিশেষ ব্যবস্থা হয়েছে।’

Latest article