কাশীর (Kashi) আদলে এবার রাজ্যে আয়োজিত হবে দেব দীপাবলি উৎসব। আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে কলকাতা পুরসভার (KMC) পক্ষ থেকে পালিত হতে চলেছে দেব দীপাবলি। এই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্নে পাঠানো হয়েছে সেই আমন্ত্রণপত্র। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমকে উপস্থিত থাকার কথা বলেছেন।
আরও পড়ুন-মঙ্গলবার থেকে বিশ্ব-বাংলা বাণিজ্য সম্মেলন, নিউটাউন চত্বরে কড়া নিরাপত্তা
দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্টকে কলকাতা পুরসভার পক্ষ থেকে গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। তাদেরকেই ফের এই উৎসব আয়োজনের দায়িত্বে দেওয়া হল। কলকাতা পুরসভার সাহায্যে ইতিমধ্যেই দেব দীপাবলি আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উৎসব আয়োজনের প্রস্তুতি দেখাশোনা করছেন মেয়র পারিষদ তারক সিং। ১০ হাজার প্রদীপে গঙ্গার ঘাট সাজানো হবে। সুষ্ঠভাবে এই কাজ সম্পন্ন করতে কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর এবং গঙ্গার ঘাটে দেব দীপাবলি উৎসব কার্তিক পূর্ণিমায় মোহময়ী হয়ে ওঠে। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই উৎসব পালন করা হয়।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে প্রকাশ্য দিবালোকে মহিলাকে অপহরণ
উল্লেখ্য, বারাণসীর ধাঁচে এই বছরে বাংলায় শুরু হয়েছে গঙ্গা আরতি। গঙ্গার ঘাটে প্রতিদিন উৎসাহী মানুষের ভিড় দেখার মত হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেব দীপাবলি উৎসবের সূচনা করবেন মেয়র। যেখানে গঙ্গা আরতি করা হয় সেখানেই বাজে কদমতলা ঘাটে এই উৎসব হতে চলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা আরতির সূচনা এখন শহরে বেশ জনপ্রিয়। এবার শুরু হতে চলেছে দেব দীপাবলি উৎসব। প্রাথমিকভাবে কলকাতা পুরসভার পক্ষ থেকে এই উৎসব উদ্বোধন করতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। তিনি যোগদান করতে পারবেন না বলেই এই উৎসবের উদ্বোধন করবেন মেয়র এমনটাই জানান মেয়র পারিষদ তারক সিং।