সংবাদদাতা, শিলিগুড়ি : নৃশংসভাবে নাবালিকা খুনের কাণ্ডের বিস্তারিত জানতে মেয়র গৌতম দেবকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই বৃহস্পতিবার নিহত ছাত্রীর বাড়িতে যান গৌতম দেব। সমাবেদনা জানান ছাত্রীর পরিবারকে। পৌঁছে দেন মুখ্যমন্ত্রীর শোকবার্তা। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের নামে বিশৃঙ্খলা তৈরি করছে বিজেপির সমর্থনে বজরং দল।
আরও পড়ুন-মোহনবাগানের গ্রুপে ওড়িশা, বসুন্ধরা, ডুরান্ড নক-আউটের প্রস্তুতি শুরু
শিলিগুড়িতে ১২ ঘণ্টার বনধ ডেকে শহর স্তব্ধ করার চেষ্টা করছে। এই পরিকল্পনাকে ব্যর্থ করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ি শহরে বৃষ্টির মধ্যেই বনধ ব্যর্থ করতে রাস্তায় নামেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ-সহ শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব, আইএনটিটিইউসির জেলা সভাপতি নির্জল দে-সহ তৃণমূল কর্মীরা। হিলকার্ট রোড-সহ শহরের বিভিন্ন বাজার এলাকাগুলিতে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের দোকান খোলা রাখতে আবেদন করেন পাপিয়া ঘোষ, গৌতম দেব।
আরও পড়ুন-হেরেও স্বস্তি দক্ষিণী খাবারে
তাঁরা ব্যবসায়ীদের বলেন, আপনারা দোকান খোলা রাখুন। প্রশাসন পাশে আছে। বনধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস এদিন শিলিগুড়ি শহরে একটি মিছিলও করে। তবে গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে গভীর শোক প্রকাশ করেছেন। পুরো ঘটনার খবর নিয়েছেন। যা নির্দেশ দেওয়ার তা তিনি দিয়েছেন। তাঁর নির্দেশে কাজ করব। জেলা সভানেত্রীর ঘোষণামতো বৃহস্পতিবার সন্ধেয় এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে হয় মোমবাতি মিছিল। ধৃত অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়ি জুড়ে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ চলবে।

