পশ্চিমবঙ্গ দিবস চাপিয়ে দেওয়া নয়, আলোচনা চান মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে ২৯ অগাস্ট নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অযথা জলঘোলা করছে বিরোধীরা

Must read

প্রতিবেদন : পশ্চিমবঙ্গ দিবস নিয়ে ২৯ অগাস্ট নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অযথা জলঘোলা করছে বিরোধীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর সাফ কথা, তিনি কিছু চাপিয়ে দিতে চান না। সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বদল বৈঠকে আমন্ত্রণের জন্য যে চিঠি যাচ্ছে বিরোধীদের কাছে, তাতে লেখা থাকছে, কেন্দ্রীয় সরকার একটি বিশেষ দিনকে (২০ জুন) পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে চিহ্নিত করে উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে নাবালিকার বাড়িতে

এই বছর ওই দিনটিতে রাজভবনে কিছু কর্মসূচিও নেওয়া হয়। তার আগে মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। রাজ্যের আপত্তির কারণ হল, হঠাৎ ওই বিশেষ দিনটিকে কেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হচ্ছে তা আদৌ পরিষ্কার নয়। কেন্দ্রীয় সরকারও রাজ্যের সঙ্গে এ-ব্যাপারে কোনও আলোচনা করেনি। রাজ্যপালও খোলসা করে কিছু বলেননি। পশ্চিমবঙ্গে এরকম প্রতিষ্ঠা দিবস পালনের কোনও রেওয়াজ ছিল না। ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল বলে কোথাও কেউ পড়েনি বা শোনেনি।

আরও পড়ুন-মোহনবাগানের গ্রুপে ওড়িশা, বসুন্ধরা, ডুরান্ড নক-আউটের প্রস্তুতি শুরু

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একতরফা সিদ্ধান্তটি বিস্ময়জনক ও উদ্বেগজনক। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৯ অগাস্ট বিকেল নবান্ন সভাঘরে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আনুপূর্বিক আলোচনা করে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী সকলের মতামত নিয়েই পশ্চিমবঙ্গ দিবসের দিন চূড়ান্ত করতে চাইছেন।

Latest article