বঙ্গ

মুখ্যমন্ত্রীর নির্দেশে পুণ্যার্থীদের সুবিধায় বিশেষ পদক্ষেপ রাজ্যের, একশো টাকার এক টিকিটেই গঙ্গাসাগর

প্রতিবেদন : করোনা কালে চালু হয়েছিল পরীক্ষামূলক ভাবে। এবার দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলা দেখতে আসা পুণ্যার্থীদের এক টিকিটে গঙ্গাসাগরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে পুরোদমে। নির্ধারিত টাকার বিনিময়ে একখানি টিকিটে এবার মানুষ কলকাতা থেকে সোজা পৌঁছে যাবেন সাগরসঙ্গমে মেলা প্রাঙ্গণে। বারবার আলাদা করে লাইনে দাঁড়িয়ে লঞ্চ বাস বা ভেসেলের টিকিট কাটতে হবে না। রাজ্য পরিবহণ দফতর এবার গঙ্গাসাগর যাতায়াতের জন্য এই অভিন্ন টিকিট চালু করছে। ওই টিকিট কাটলে কলকাতা থেকে মাথাপিছু মাত্র ১০০ টাকাতেই চলে যাওয়া যাবে গঙ্গাসাগর মেলাতে। একই পরিমাণ টাকা খরচ করে ফেরত আসা যাবে কলকাতাতে।

আরও পড়ুন-ভারতে খুলবে অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের ক্যাম্পাস

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পরিকল্পনামতো রাজ্যের পরিবহণ দফতর ‘এক টিকিটেই গঙ্গাসাগর’ মেলায় যাওয়ার ব্যবস্থা করতে চলেছে। একবার টিকিট কাটলেই হাওড়া এবং বাবুঘাট থেকে পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে। ওই টিকিটে চড়া যাবে বাসে, ফেরিতেও। এবার আসা যাক কীভাবে এই ১০০ টাকায় কলকাতা থেকে কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে যাওয়া যাবে বা সেখান থেকে ফেরত আসা যাবে সেই প্রসঙ্গে। বাবুঘাট থেকে বাসে সড়কপথে নামখানা কিংবা কাকদ্বীপের হারউড পয়েন্ট পর্যন্ত যেতে হয় পুণ্যার্থীদের। তার জন্য নেওয়া হচ্ছে মাথাপিছু ১২০ টাকা করে। এই ভাড়ায় আসা ও যাওয়ার খরচ ধরা থাকছে। সেই হিসাবে কলকাতা থেকে নামখানা বা কাকদ্বীপের ভাড়া পড়ছে মাথাপিছু ৬০ টাকা করে। আবার নামখানা বা কাকদ্বীপের হারউড পয়েন্ট থেকে লট ৮ বা কচুবেড়িয়া পর্যন্ত ফেরিতে যাতায়াতের জন্য নেওয়া হচ্ছে মাথাপিছু ৮০ টাকা করে।

আরও পড়ুন-বিমানে যাত্রীর প্রাণ বাঁচালেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

এক টিকিটেই আসাযাওয়া দুটিই করা যাবে। অর্থাৎ বাসের জন্য ৬০ টাকা ও ফেরির জন্য ৪০ টাকা নেওয়া হচ্ছে পুণ্যার্থী, তীর্থযাত্রী, দর্শনার্থী ও পর্যটকদের কাছ থেকে। এই ১০০ টাকার এক টিকিটেই চলে যাওয়া যাবে কলকাতা থেকে গঙ্গাসাগর। আবার ২০০ টাকার টিকিটে আসা ও যাওয়া দুটিই করা যাবে। আগামী ১২ জানুয়ারি থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে রাজ্য পরিবহণ দফতরের তরফে। পরিষেবা পাওয়া যাবে ১৭ তারিখ পর্যন্ত। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নান করতে যান। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যেই মুখ্যমন্ত্রী এই পরিষেবার চালু করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই বছর থেকেই যে এই পরিষেবা চালু হচ্ছে তা কিন্তু নয়। গতবছরও কোভিড আবহে এই পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু গতবছর কোভিড নিয়ে ও গঙ্গাসাগর নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। তার জেরে এই পরিষেবাও সীমিত রাখা হয়েছিল। এইবছর কিন্তু কোনও বিধিও থাকছে না পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও কোনও সীমা রাখা হচ্ছে না।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

47 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago