বিনোদন

৮০তম জন্মদিন উপলক্ষে অমিতাভ বচ্চনের ভূয়সী প্রশংসা করে দেশের ন্যাশনাল আইকন বলে ঘোষণা করলেন শত্রুঘ্ন সিনহা

বৃহস্পতিবার ১৫ই ডিসেম্বর ২০২২, আড়ম্বর এর সঙ্গে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) শুরু হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International film festival)। পুরো অনুষ্ঠানের তদারকির দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে ওখানে ছিলেন অমিতাভ বচ্চন। রয়েছেন শত্রুঘ্ন সিনহা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিজিৎ সিং।

আরও পড়ুন-‘সেঞ্চুরি করতেই হবে’, অমিতাভ বচ্চনকে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আজকের এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কথাতেও ছিল বড় চমক। আজ প্রাজ্ঞ রাজনীতিবিদের মতো অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উপলক্ষে অভিনেতার প্রশংসা করে তাঁকে দেশের ন্যাশনাল আইকন বলে ঘোষণা করলেন তিনি।

এদিন শাহরুখ খানকেও ভোলেননি তিনি। এই উপলক্ষে শত্রুঘ্ন বলেন, ‘জনপ্রিয়তার নিরিখে শাহরুখের মতো তারকাকে এবার থেকে ন্যাশনাল হিরো বলে ডাকা উচিত।’ শাহরুখ ছাড়াও রানি মুখার্জির উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় শত্রুঘ্নের মুখে। তবে তৃণমূল সাংসদ শত্রুঘ্নের গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা তো ছিলই।

আরও পড়ুন-পাহাড়ে পর্যটন উৎসব

চিরপরিচিত ‘খামোশ’ দিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আজ আমি একটি কথা ঘোষণা করতে চাই, অমিতাভ বচ্চন এবার থেকে পরিচিত হবেন জাতীয় আইকন হিসেবে এবং শাহরুখ খান পরিচিত হবেন জাতীয় তারকা হিসেবে। আমি কুর্নিশ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য অতিথিদের৷
বাংলা ছবি দিয়েই কেরিয়ার শুরু রানি মুখোপাধ্যায়ের। বলিউডের এই বঙ্গতনয়া ছিলেন অনুষ্ঠানে। তিনি বলেন, বাংলার প্রতি আমার গভীর টান। আমার মায়ের জন্মস্থান এই বাংলায়। বাঙালি হিসেবে আমি গর্বিত। এখানকার চলচ্চিত্র উৎসবও গর্ব করার মতো। চলচ্চিত্র উৎসবে আগেও এসেছেন মহেশ ভাট। এসেছেন এবারও। তিনি বলেন, কলকাতায় এসেই চলচ্চিত্র উৎসবের দারুণ একটা হোর্ডিং চোখে পড়ল। চার্লি চ্যাপলিন এবং সত্যজিৎ রায়ের অপুকে এক ফ্রেমে দেখলাম। এভাবেই দুই সংস্কৃতি ফের একসঙ্গে এল। মনে রাখতে হবে, সব ধরনের সংস্কৃতিকে আপন করে নেওয়াই যে কোনও শিল্পীর প্রধান কাজ।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

38 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago