প্রতিবেদন : বিন্দুমাত্র প্রভাব পড়ল না। বন্ধকে উপেক্ষা করে পুরোপুরি স্বাভাবিক মহানগরী। আর পাঁচটা কাজের দিনের মতোই সপ্তাহের প্রথমদিন সোমবার কলকাতা ছিল পুরোপুরি প্রাণচঞ্চল, কর্মব্যস্ত। এককথায় বিজেপির (BJP) বন্ধের ডাককে সরাসরি প্রত্যাখ্যান করলেন বৃহত্তর কলকাতার মানুষ। ব্যর্থতা ঢাকতে অবশ্য যথারীতি গন্ডগোল করার পথ নিয়েছিল বিজেপি (BJP) নেতৃত্ব। যদিও গন্ডগোল করার যাবতীয় চক্রান্তকে সাধারণ মানুষ রুখে দেয়। নির্বাচনের দিন অশান্তি তৈরি করেছে বিজেপি। জঙ্গিপুর ও ধুলিয়ানে আক্রান্ত হয়েছে পুলিশ। কাঁথিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছোট অধিকারী অশান্তির বারংবার চেষ্টা করেছেন। তবুও মানুষ নির্ভয়ে নিরাপদে ভোট দিয়েছে। আসলে উত্তরপ্রদেশের কঙ্কালসার চেহারাটাই বিজেপির কাছে মন্ত্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, ঐক্যের বাংলা যেখানে অশান্তি নেই। তা না হলে দার্জিলিং-এ ভোট হয়েছে গণতন্ত্রের উৎসবের মতো। কিন্তু আসল কথাটা হল, বন্ধ ডেকে ফেলে নিজেদের অস্তিত্ব-সংকটটাই আবার দিনের আলোর মতো স্পষ্ট করে দিল গেরুয়া শিবির।