জাতীয়

বাংলার পথে দক্ষিণের ৩ রাজ্য, কেন্দ্রের কাছে বকেয়া আদায়ে যন্তরমন্তরে ধরনা মুখ্যমন্ত্রীদের

প্রতিবেদন : বিজেপির বিরুদ্ধে ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে দক্ষিণ ভারত। অবিজেপি রাজ্যগুলির প্রতি বঞ্চনার নীতি নিয়েছে মোদি সরকার। বাংলায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিনকয়েক আগেই ধরনায় বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া যন্তরমন্তরে কেন্দ্রের বিরুদ্ধে ধরনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার বাংলার দেখানো পথেই হাঁটার সিদ্ধান্ত নিল দক্ষিণের তিন রাজ্য। কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে বিক্ষোভ দেখাতে পরপর ধরনায় বসছেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধায়করা। এই দলে আছে কর্নাটক, কেরল ও তামিলনাড়ু। এই তিন অবিজেপি শাসিত রাজ্যের প্রতিনিধিরা বঞ্চনার প্রতিবাদে সরব হচ্ছেন লোকসভা নির্বাচনের আগেই।

আরও পড়ুন-মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প

বুধবারই দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ছিলেন কর্নাটকের বহু নেতা-মন্ত্রীও। তাঁদের দাবি, ইচ্ছা করে রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। দক্ষিণ ভারতের মানুষ যেহেতু বিজেপিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তাই রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে দাক্ষিণাত্যকে বঞ্চনার নীতি নিয়েছে কেন্দ্র। তাছাড়া জিএসটি সংগ্রহে নিজেদের প্রাপ্য মিলছে না বলেও দাবি রাজ্যগুলির। প্রতিবেশী কর্নাটকের মতোই একই পথে হাঁটছে কেরল ও তামিলনাড়ু। কেরলের অভিযোগ, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে ঘুরপথে অনেক বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করছে কেন্দ্র। কেরল থেকে জিএসটি বাবদ যে অর্থ আদায় করেছে মোদি সরকার, তার মাত্র ১ শতাংশ ফেরত দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, যৌথ প্রকল্পে গত অর্থবর্ষে কেরলের জন্য ৩০ হাজার কোটি বরাদ্দ করলেও চলতি বছরে তা কমিয়ে ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বিজয়ন সরকারের কয়েকশো কোটি টাকা পাওনা রয়েছে। বারবার সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে, দফতরের মন্ত্রীরা দিল্লিতে এসে দরবার করেছেন। কিন্তু কেন্দ্রের টনক নড়েনি। সমস্ত দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার যন্তরমন্তরে ধরনায় বসেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর দলের নেতা-মন্ত্রীরা। যেভাবে যন্তরমন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সব মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ধরনায় বসতে নির্দেশ দেন, ঠিক সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করবেন ডিএমকে সাংসদরা। দিল্লিতে তাঁদের এই ধরনায় যোগ দেবেন ডিএমকের শরিক দলের জনপ্রতিনিধিরাও। সব মিলিয়ে যা পরিস্থিতি, কেন্দ্রের কাছ থেকে দাবি আদায়ে বাংলার মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটছে অন্য রাজ্যগুলিও।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago