আফগানিস্তানের একসময়ের মন্ত্রী এখন পিৎজা ডেলিভারি বয়

Must read

কাবুল: নাম হল সৈয়দ আহমেদ শাহ সাদাত। আহমেদ শাহ বর্তমানে জার্মানির এক শহরে পিৎজা ডেলিভারি বয়ের কাজ করেন। যদিও আহমেদ শাহ একসময় ছিলেন আফগানিস্তানের মন্ত্রী। তবে তালিবানের ভয়ে কয়েক বছর আগেই তিনি আফগানিস্তান ছেড়ে আশ্রয় নিয়েছিলেন জার্মানির লাইপজিগ শহরে। এই শহরে প্রতিদিনই দেখা যায় সাইকেলে চড়ে শহরের বিভিন্ন বাড়িতে বাড়িতে পিৎজা পৌঁছে দিচ্ছেন আহমেদ শাহ।

২০১৮ সাল পর্যন্ত আফগানিস্তানের মন্ত্রী ছিলেন তিনি। ওই বছরের শেষ দিকে তিনি আফগানিস্তান ছেড়ে জার্মানিতে আশ্রয় নেন। দেশের এই প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে তিনি সপরিবারে জার্মানিতেই থাকেন। এখানে লাইপজিগ শহরে তাঁরা নিরাপদেই রয়েছেন। পিৎজা ডেলিভারির কাজ করেই তিনি তাঁর সংসার প্রতিপালন করছেন। জার্মান ভাষা শেখার জন্য তিনি শীঘ্রই একটি কোর্স করবেন।

আরও পড়ুন- “সংসদীয় স্বৈরতন্ত্র চলছে ওরা নির্বাচিত হয়ে সরকারে আসীন, তাই ওরা যা খুশি করতে পারে”

একজন শিক্ষিত মানুষ হয়েও তিনি কেন পিৎজা ডেলিভারির কাজ করছেন, জানতে চাওয়া হলে আহমেদ শাহ বলেন, জার্মানি এসে চাকরির জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। তাঁর ইচ্ছে ছিল টেলিকম শিল্পে কাজ করবেন। কিন্তু কোথাও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত তিনি ডেলিভারি বয়ের কাজে যোগ দেন। তবে, এজন্য তাঁর কোন দুঃখ নেই। বরং পরিবার নিয়ে তিনি নিরাপদে এবং সুখে-শান্তিতেই আছেন।

Latest article