সংবাদদাতা, বীরভূম : বীরভূম থেকে দেড় লক্ষ লোক যাবে ধর্মতলায় শহিদদিবসে, জেলার ২১টি ব্লক ও ছ’টি পুরসভা মিলে। মঙ্গলবার বোলপুর দলীয় কার্যালয়ে বৈঠক সারেন জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুন-শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলায় আগাম প্রস্তুতি
বৈঠক শেষে বিকাশ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা আগের বীরভূমকে ফিরে পেয়েছি। নির্বাচনে বীরভূমের জয়জয়কার। আজকের বৈঠকে বিজয়ী ও বিজিত সমস্ত প্রার্থীরা এসেছিলেন। সবাইকে নিয়ে চব্বিশের লোকসভা নির্বাচনের স্ট্রাটেজি তৈরি করা হয়েছে। সবাই একসঙ্গে নেমে লড়াই করতে হবে। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে, আমরা বীরভূম ও বোলপুর লোকসভার দুইজন সাংসদ অসিত মাল এবং শতাব্দী রায়কে পেয়েছি। পাশাপাশি, রাজ্যসভার সাংসদ হিসেবে বীরভূমের ছেলে সামিরুল ইসলামকে পেয়েছি। ও ভাল ছেলে, একজন ভাল কর্মী। গণসংগঠনের সঙ্গে যুক্ত।