পঞ্চায়েতের চূড়ান্ত ফল প্রকাশ করল কমিশন

সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির চূড়ান্ত ফলাফল মঙ্গলবার ঘোষিত হয়েছে

Must read

প্রতিবেদন : সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির চূড়ান্ত ফলাফল মঙ্গলবার ঘোষিত হয়েছে। জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে বীরভূম এবং কোচবিহারের ১টি করে আসন রয়েছে। উত্তর ২৪ পরগনার ৩টি আসনে, দক্ষিণ ২৪ পরগনার ৮টি আসনে, উত্তর দিনাজপুরের ৩টি জেলা পরিষদ আসন শাসক দলের দখলে এসেছে।

আরও পড়ুন-বীরভূম থেকে ধর্মতলায় দেড় লাখ

জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে ৩১টি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে বিজেপি। মেদিনীপুর জেলা পরিষদ ১৪টি আসনে, মালদার ৪টি আসনে, নদিয়ার জেলা পরিষদের ৬টি আসন বিজেপির দখলে এসেছে। বাঁকুড়ায় একটি, কোচবিহার দুটি, হুগলি জেলার ২টি করে জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে বিজেপি। পুরুলিয়া জেলার ২টি জেলা পরিষদ আসন বিজেপির হাতে এসেছে। পঞ্চায়েত সমিতির ৯৭৩০টি আসনে মধ্যে ৭৮৫৫টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। বিজেপি পেয়েছে ১০৭৪টি আসন। সিপিএম ১৯৫টি আসনে জয়লাভ করেছে। ২৯৩টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ১৫৫টি পঞ্চায়েত সমিতি আসন নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যন্যদের দখলে গিয়েছে ১৫৪টি পঞ্চায়েত সমিতি আসন।

Latest article