আত্মঘাতী একই পরিবারের ৫

Must read

প্রতিবেদন: দিল্লির বুরারি কাণ্ডের ছায়া বিহারের সমস্তিপুরে (Samastipur, Bihar)। রাজধানী দিল্লিতে (Delhi) একই পরিবারের ১১ জন সদস্যকে নিজেদের বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এবার গলায় ফাঁস দিয়ে একই পরিবারের পাঁচজন আত্মঘাতী হল বিহারে। বিহারে সমস্তিপুর (Samastipur, Bihar) জেলার বিদ্যাপতিনগরে মৌ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে আর্থিক অনটনের কারণেই পরিবারটি আত্মঘাতী হয়েছে। দলসিংসরাইয়ের ডিএসপি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, মৌ গ্রামের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ ঝা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সম্প্রতি মনোজ বাজারে ধারদেনায় জড়িয়ে পড়েছিলেন। নিয়মিতই তাঁর বাড়িতে পাওনা টাকার জন্য অনেকেই আসতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক অনটনের কারণে পুরো পরিবার এই চরম সিদ্ধান্ত নিয়েছে। মৃতদের মধ্যে আছেন মনোজ ঝা (৪৫), মনোজের স্ত্রী সুন্দরমণি দেবী (৩৮), মনোজের দুই ছেলে সত্যম কুমার (১০) ও শিবম কুমার (৭) এবং মনোজের মা সীতা দেবী (৬৫)৷ প্রতিবেশীরা জানিয়েছেন, পারিবারিক চাহিদা মেটাতে না পারার কারণে মনোজ বাজার থেকে বিপুল টাকা ঋণ করেছিলেন। বিভিন্ন গ্রুপ থেকে ঋণও নিয়েছিলেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে না পারায় পাওনাদাররা নিয়মিত তাঁর বাড়িতে আসতেন। অপমানের হাত থেকে বাঁচতেই মনোজ সবরিবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ৮৮ হাজার স্কুল পোশাক তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী

Latest article