প্রতিবেদন : রবিবার সকালে ফের গুলির শব্দে ঘুম ভাঙল উপত্যকাবাসীর। রবিবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক জঙ্গি। কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর মেলে শ্রীনগরের হারওয়ান অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে।
আরও পড়ুন-রাজ্যপালের ফের নোংরামি
জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই রবিবার ভোররাতে সেনা ও পুলিশের এক যৌথবাহিনী অভিযানে নামে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা গুলি চালাতে চালাতে পিছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা সেই সুযোগ পায়নি। কারণ গোটা এলাকাটি ঘিরে রেখেছিল নিরাপত্তাবাহিনী। বেশ কিছুক্ষণ ধরে উভয় পক্ষের গুলির লড়াই চলে। গুলি বিনিময় থামলে এলাকায় তল্লাশি শুরু করে বাহিনীর সদস্যরা। সেসময় এক জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়।