আন্তর্জাতিক

হামাস-ইজরায়েল যুদ্ধের একমাস পার ক্রমশ ক্ষীণ হচ্ছে শান্তি ফেরার সম্ভাবনা, সংঘর্ষে নিহত রাষ্ট্রসংঘের ৮৮ জন কর্মী

প্রতিবেদন : ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত। এক মাস পেরিয়ে গেলেও তা কমার কোনও লক্ষণ নেই। ইজরায়েলি সেনার লাগাতার আক্রমণে বিধ্বস্ত গাজা। গাজা ভূখণ্ডের উত্তর দিকের বহু এলাকায় রবিবার রাত থেকে একাধিক বড় বিস্ফোরণ হয়। সোমবারও তা অব্যাহত। ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও বাহিনী পাঠানো হবে তার আগে গাজার অসামরিক নাগরিকদের প্রতি আইডিএফের আবেদন দ্রুত উত্তর গাজা ছেড়ে দক্ষিণে চলে যান। কারণ আমরা হামাসকে নির্মূল করতে বদ্ধপরিকর।

আরও পড়ুন-১৯ নভেম্বর ‘ওয়ার্ল্ড টেরর কাপ’ খেলে দেখাব, এয়ার ইন্ডিয়া বিমান ওড়ানোর হুমকি পান্নুর

রবিবার থেকেই লাগাতার বোমাবর্ষণ শুরু করে ইজরায়েল মধ্য গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবির ইজরায়েলি বায়ুসেনা বোমা বর্ষণে ধ্বংস করে দিয়েছে। বহু এলাকায় হতাহতের খবর পাওয়া গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজা শহরে আইডিএফ বাহিনী প্রবেশ করবে বলে জানিয়েছে। খবর ইজরায়েলি মিডিয়া-সূত্রে। হামাসের বিরুদ্ধে ইজরায়েলে যুদ্ধ এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে বলে দাবি করেছেন অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।
এদিকে, মার্কিন বিদেশ সচিব অ্যান্টিনি ব্লিংকেন চলতি পরিস্থিতে সমাধান সূত্র খুঁজতে রবিরার ওয়েস্ট ব্যাংকে বৈঠক করেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাসের সঙ্গে। মার্কিন প্রশাসনের তরফে আব্বাসকে জানানো হয়েছে, গাজার নিরীহ নাগরিকদের জীবনরক্ষায় এবং আরও বড় ক্ষয়ক্ষতি এড়াতে যথাসম্ভব উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন-মালদহে দুর্গাপুজোয় ব্যবসা ১০০ কোটি

ইজরায়েল-হামাস যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি একনজরে :
আইডিএফের যুদ্ধবিমান খতম করেছে হামাসের বিশেষ নিরাপত্তা আধিকারিক জামাল মুসাকে।
ইজরায়েলি সেনার দাবি, হামাসের সন্ত্রাসদমনে গাজার উত্তর এবং দক্ষিণ ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
ইজরায়েলি সেনার দাবি, ২৪ ঘণ্টায় যুদ্ধবিমান হানায় হামাসের প্রায় ৪৫০টি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণে থাকা কেন্দ্র ধ্বংস করা গিয়েছে।
যুদ্ধের ৩০তম দিনে আইডিএফ বলেছে, বিশ্বের ইহুদিরা বলেছেন নিজেদের ছুটি কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন, সেইসময় তাঁদের ওপর বর্বরোচিত আক্রমণ করেছে হামাস। এই সংঘাত আমরা শুরু করিনি, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতব।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার গাজা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে। চিনের অনুরোধে এই বৈঠকে চলতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন-বিরাটের জন্মদিনে সিএবি দিচ্ছে সোনার ব্যাট, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে সোমবার ব্রিটেনের বিদেশ দফতর জানিয়েছে, লেবানন থেকে ব্রিটিশ দূতাবাসের কর্মীদের প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি ব্রিটিশ নাগরিকদের লেবানন যেতে নিষেধ করা হয়েছে। যেসব ব্রিটিশ নাগরিক ওদেশে আছেন তাঁদেরও দ্রুত লেবানন ছাড়তে বলা হয়েছে।
প্যালেস্টাইনের বিশিষ্ট সমাজকর্মী ২২ বছরের আহেদ তামিমিকে সোমবার গ্রেফতার করল ইজরায়েলি সেনা। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক থেকে এদিন তাঁকে গ্রেফতার করা হয়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে স্বীকার করা হয়েছে মধ্যপ্রাচ্যে একটি পরমাণু শক্তিধর সাবমেরিন মোতায়েন রয়েছে।

আরও পড়ুন-বিরাটের জন্মদিনে সিএবি দিচ্ছে সোনার ব্যাট, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

৭ অক্টোবর থেকে এই একমাসে রাষ্ট্রসংঘের ৮৮ জন কর্মী গাজায় নিহত হয়েছেন।
গাজায় দুর্গতদের জন্য মানবিক সহায়তা পাঠাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিশ্বের অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন।
জর্ডনের বায়ুসেনার পক্ষ থেকে গাজায় চিকিৎসাসামগ্রী নামানো হল। সোমবার।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসন হামাসের আক্রমণে বিধ্বস্ত ইজরায়েলের কিব্বুতজ-ফার-আজা পরিদর্শন করেন।
পণবন্দিদের হামাসের কবল থেকে মুক্ত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago