স্থগিত আরও এক ম্যাচ, মোহনবাগান এখনও হোটেলবন্দি, মাঠে ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : করোনার গ্রাসে আইএসএল। আরও একটা ম্যাচ স্থগিত হল। সোমবারের হায়দরাবাদ এফসি ও জামশেদপুর এফসি-র মধ্যে ম্যাচটিও স্থগিত রাখা হল। কারণ, জামশেদপুরের একাধিক ফুটবলার সংক্রমিত। এই নিয়ে টানা তিনদিন কোভিড সংক্রমণের কারণে ম্যাচ হল না। চলতি আইএসএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ স্থগিত। মঙ্গলবার ওড়িশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে ম্যাচও সম্ভবত স্থগিত হতে চলেছে। কারণ, ওড়িশা অনুশীলনের মধ্যে নেই। তাদেরও একাধিক ফুটবলার সংক্রমিত।

আরও পড়ুন – সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ

এদিনই আবার হোটেলে পাঁচদিনের বন্দিদশা কাটিয়ে মাঠে ফিরলেন এসসি ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলাররা। ১৯ জানুয়ারি বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের। তার আগে সোমবার প্রথম দলকে অনুশীলন করানোর সুযোগ পেলেন ম্যানুয়েল দিয়াজের বদলি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ মারিও রিভেরা। দলে করোনা আক্রান্ত তিন ফুটবলার হীরা মণ্ডল, বিকাশ জাইরু ও হামতে। তাঁরা হোটেলে হার্ড কোয়ারেন্টিনে রয়েছেন। বাকিদের নিয়েই এদিন জোরকদমে অনুশীলন সারেন মারিও। চোট সারিয়ে দলের সঙ্গে যেমন অনুশীলন করলেন আদিল খান, তেমনই দিয়াজের বাতিল শুভ ঘোষ, সংপু সিংসিটরাও মারিওর অধীনে প্র্যাকটিস করেন।

বুধবারের ইস্টবেঙ্গল-এফসি গোয়া ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সোমবার গোয়াও বেশ কয়েকদিন পর অনুশীলন করে। দুই দলেই একাধিক করোনা আক্রান্ত ফুটবলার রয়েছেন। প্রতিদিনের আরটি-পিসিআর রিপোর্টের ভিত্তিতেই ম্যাচ আযোজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে আইএসএল কর্তৃপক্ষ।

এদিকে, এটিকে মোহনবাগান (Mohun Bagan) ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে বৃহস্পতিবারের ম্যাচ হওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দু’টি দলেই সংক্রমণের হার বেশি থাকায় এখনও তারা নিভৃতাবাসে। মঙ্গলবার স্পষ্ট হবে আদৌ এই ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) নামতে পারবে কি না।

Latest article