মমতা বন্দ্যোপাধ্যায় (Poem- Mamata Banerjee) তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি পর্বেই আপন অভিজ্ঞতা ও সংবেদনের স্বাক্ষর রেখে গিয়েছেন তাঁর নানা রচনায়। কখনও গদ্যে এবং কখনও কবিতায়, সেই স্বাক্ষর হয়ে উঠেছে সমসময়ের ঐতিহাসিক দলিল, অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ পথ-নির্দেশ। আবার বৃহত্তর পাঠকসমাজের কাছে এই রচনাবলির সাহিত্য মূল্যও অনন্য। কোনও যুগ-নির্ণায়ক ব্যক্তিত্ব যখন সামাজিক সৃজনের সঙ্গে কাব্যিক সৃজনকে সংযুক্ত করেন, তখন সেই প্রয়াস বিশিষ্ট উচ্চতা পায়, অভূতপূর্ব মাত্রা অর্জন করে।
‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Poem- Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-প্রকাশ্যেই কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব
জাগো বাংলা
জাগো বাংলা জাগো
নব কলেবরে জাগো
সার্থক হও মাগো
পরিপূর্ণতায় তুমি জাগো।।
জাগো ভুবনমোহিনী
জাগো হৃদয়হরিণী
জাগো জীবনদায়িনী
জাগো অপরূপা জননী।।
জাগো মাতৃ জননী
জাগো জন্ম জননী
জাগো স্বাধীন জন্মভূমী
জাগো মোদের কর্মভূমি।।
জাগো বাংলা মা
জাগো মাগো জাগো
ঘুমন্ত নয় জীবন্ত হও
তোমার রূপ ধরো মাগো।।