উচ্ছেদ নয় জানালেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার জমির জবর দখল মানবে না। কিন্তু যারা ইতিমধ্যেই কেন্দ্র বা রাজ্য সরকার বা সরকারি সংস্থার খাস জমিতে বসবাস বা চাকরি করছেন তাদের জমি থেকে উচ্ছেদ করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোথাও উচ্ছেদ অভিযান চালানো যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ ফের সরকারের এই অবস্থানের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের জমি, রেল, বন্দর, খনি— কোনও জমি থেকেই কাউকে উচ্ছেদ করা যাবে না। নবান্নে টাস্কফোর্সের এক সদস্য মুখ্যমন্ত্রীকে উচ্ছেদের কথা বলেন। তখনই মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া আছে আগেই। কাউকে উচ্ছেদ করা যাবে না।

আরও পড়ুন-কেন্দ্রের মোদি সরকারের তুঘলকি কাণ্ড, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এনআইটি-তে হল পদোন্নতি

Latest article