প্রতিবেদন : এক দেশ, এক পরিচয়পত্র (One Nation One id card) ব্যবস্থা চালু হতে চলেছে দেশের চিকিৎসকদের জন্য। জানা গিয়েছে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই সারা দেশে এই পদ্ধতি চালু হয়ে যাবে। ন্যাশনাল মেডিক্যাল রেজিস্ট্রার এই পদ্ধতি চালু করবে। এই প্ল্যাটফর্মে চিকিৎসকরা তাঁদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, ফেলোশিপ সহ অন্যান্য বিষয় তুলে ধরতে পারবেন। ইতিমধ্যেই পাইলট প্রোজেক্ট হিসেবে এই পদ্ধতি চালু করা হয়েছে। সারা দেশের মোট ৮টি কলেজে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়েছে। তার মধ্যে রয়েছে চারটি সরকারি এবং চারটি বেসরকারি হাসপাতাল তথা মেডিক্যাল কলেজ। এথিক্স অ্যান্ড মেডিক্যাল রেজিস্ট্রেশন বোর্ডের সদস্য যোগেন্দ্র মালিক জানিয়েছেন, এই পদ্ধতি বা পরিচয়পত্র (One Nation One id card) এমনভাবে তৈরি করা হবে, সেটি হবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। কেন্দ্রের চালু করা এই প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসকরা একাধিক রাজ্যে চিকিৎসা করার লাইসেন্সের আবেদন জানাতে পারবেন। বর্তমানে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের থেকে তথ্য নিয়ে তৈরি হয় ইন্ডিয়ান মেডিক্যাল রেজিস্ট্রার। প্রতি ৫ বছর অন্তর এই রেজিস্ট্রার আপডেট করা হবে বলে জানা গিয়েছে।