প্রতিবেদন : এক দেশ, এক কেওয়াইসি। দেশজুড়ে ভিন্ন ভিন্ন আর্থিক কাজের জন্য একটিই কেওয়াইসি লাগবে। অর্থাৎ আলাদা আলাদা কাজের জন্য আর পৃথকভাবে কেওয়াইসি জমা দিতে হবে না। এ বিষয়টি চূড়ান্ত করতে কাজও শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে বণিকসভা ফিকির এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। এই নিয়ম চালু হলে বিভিন্ন প্রতিষ্ঠানে একটি কেওয়াইসি ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন নাগরিকরা।
আরও পড়ুন-তিহার জেলে বসেই কীভাবে পাঁচতারা ব্যবস্থায় প্রতারণা চক্র?
বর্তমানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রত্যেক গ্রাহককেই কেওয়াইসি জমা দিতে হয়। কেওয়াইসি কথার অর্থ হল আপনার গ্রাহককে জানুন। গ্রাহককে শনাক্তকরণের জন্য বেশ কিছু বৈধ নথি জমা দিতে হয়। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিম কার্ড নেওয়া এবং যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কেওয়াইসির প্রয়োজন হয়। কেওয়াইসি প্রক্রিয়ায় গ্রাহকদের ঝক্কি কমাতেই কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম চালু করতে উদ্যোগী হয়েছে। অর্থমন্ত্রী (Finance Minister Nirmala Sitharaman) জানান, নতুন নিয়মে একবার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হলে তা সব জায়গায় ব্যবহার করা যাবে। অন্য কোনও ব্যবসায়িক কাজ হলে প্রত্যেকবার কেওয়াইসি করাতে হবে না। এর ফলে গ্রাহকদের ঝক্কি অনেকটাই কমবে।