প্রয়াত ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার তুলসীদাস বলরাম, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার চলে গেলেন ত্রয়ীর শেষ সদস্য তুলসাদীস বলরাম। পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, তুলসাদীস বলরাম ছিল সেই ত্রয়ী

Must read

বৃহস্পতিবার চলে গেলেন ত্রয়ীর শেষ সদস্য তুলসীদাস বলরাম (Tulsidas Balaram)। পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, তুলসীদাস বলরাম ছিল সেই ত্রয়ী। অনেকদিন ধরেই বিভিন্ন রকম অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার বলরাম। মাত্র সাতাশে শেষ হয়েছিল তার ফুটবলজীবন। তিনি পাননি পদ্ম সম্মান। এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-২ জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস  মুখ্যমন্ত্রীর, দেখে নিন তালিকা

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যা:
৪৮/আইসিএ/ এনবি
তারিখ: ১৬/২/২০২৩

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

কিংবদন্তী-প্রতিম ফুটবলার তুলসীদাস বলরামের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে ইতিহাসের একটি অধ্যায় শেষ হয়ে গেল।

ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের অন্যতম সেরা ফুটবলার তুলসীদাস বলরাম অলিম্পিকসহ বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়কও হয়েছিলেন।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি অর্জুনসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল।

আমি তুলসীদাস বলরামের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article