কলকাতায় (Kolkata) বিশাল ডেটা সেন্টার তৈরী করতে চলেছে এশিয়ার অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি (Real estate company) ক্য়াপিটা ল্যান্ড (Capita Land)। কোম্পানিটি মূলত সিঙ্গাপুরের। কলকাতার মাটিতে আইটি দুনিয়ায় বিনিয়োগ করতে চাইছে তারা। ইতিমধ্য়েই এনটিটি, CtrlS, এয়ারটেল নেক্সট্রা, রিলায়েন্স জিও, আদানি গ্ৰুপ, এসটিটি, কলকাতার সিলিকন হাবে বিনিয়োগ করেছে। এবার তার সঙ্গে ক্যাপিটাল্যান্ড যুক্ত হতে চলেছে। কলকাতায় কর্মসংস্থানের সুযোগ এর ফলে বাড়তে পারে।
আরও পড়ুন-নবান্ন থেকে দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সিঙ্গাপুরের ক্য়াপিটাল্যান্ড ভারতে তাদের রিয়েল এস্টেট ব্যবসাকে বাড়াতে চাইছে। কোম্পানির এই মুহূর্তে ২২ মিলিয়ন স্কোয়ার ফিটের বিজনেস পার্ক ও ৭.৫ মিলিয়ন বর্গ ফুটের শিল্প তালুক রয়েছে। আগামী তিন বছরে সেটা বাড়িয়ে ৫০ মিলিয়ন বর্গফুট করার পরিকল্পনা চলছে। ক্য়াপিটাল্য়ান্ড ইনভেস্টমেন্ট ইন্ডিয়া ও ক্য়াপিটাল্য়ান্ড ইন্ডিয়া ট্রাস্টের সিইও সঞ্জীব দাসগুপ্ত এই সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, ‘আমরা রিয়েল এস্টেটের বিষয়গুলি নিয়ে মূল্য়ায়ন করছি। তবে এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা দ্রুত অস্ট্রেলিয়াতে কাজকর্ম শুরু করব। তবে ব্যবসা সম্প্রাসরণের ক্ষেত্রে ভারত খুব উপযুক্ত জায়গা।’
আরও পড়ুন-লাল-হলুদের শীর্ষ লড়াই
প্রসঙ্গত, এই কোম্পানি সোলার পাওয়ার প্ল্যান্টের দিকে আগ্রহ দেখিয়েছ। ডেটা স্টেন্টারগুলি এই সৌরশক্তিতে চালানোর ব্যাপারে কাজ করছে। ডেটা সেন্টারের বিষয়ে কোম্পানি কলকাতা ও নয়ডার উপর নজর রেখেছে বলেই জানা গিয়েছে।