মেট্রোয় আত্মহত্যা, অফিস টাইমে ব্যাহত পরিষবা

Must read

অফিস টাইমে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আত্মহত্যা। রবীন্দ্র সরোবর স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক ব্যক্তি।  এই ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টা ৪৫ নাগাদ। এই ঘটনায় ব্যাহত মেট্রো চলাচল। রবীন্দ্র সরোবর-মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে দেহটি উদ্ধার করা হয়। কিছুক্ষণের জন্য স্থগিত করা হয় পরিষেবা।

এদিন কিছুক্ষণের জন্য ডাউন লাইনে দক্ষিনেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত চলে মেট্রো (Kolkata Metro), মাঝে রবীন্দ্র সরোবর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো বন্ধ থাকে। তারপর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কেনই বা তিনি এমন কাণ্ড ঘটালেন তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মেট্রো রেল সূত্রে খবর, বুধবার সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ মেট্রোর এক মোটরম্যান ওই দেহটি দেখতে পান। তিনিই বিষয়টি জানান মেট্রো রেল কর্তৃপক্ষকে। খবর পাওয়ার পরই ১০টা ১৫ নাগাদ মেট্রো পরিষেবা বন্ধ করা হয়। শুরু হয় দেহ উদ্ধারের প্রক্রিয়া।

আরও পড়ুন- কেন রেলমন্ত্রীর স্পেশ্যাল ট্রেনও স্টেশনে ঢুকতে ২ ঘণ্টা দেরি করল? বিশৃঙ্খলা পুরুলিয়ায়

Latest article