প্রতিবেদন : দেশের একমাত্র ফুটবলার সাংসদ তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক তথা অর্জুন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) শুক্রবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘কলকাতা সাইয়ে হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য ৪ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। একই ভাবে টেনিস অ্যাকাডেমির জন্য রবাদ্দ করা হয়েছে ১৪ কোটি। কিন্তু কাজের কাজে কিছুই হয়নি। আমার দাবি, কলকাতার সাইয়ে একটি ফুটবল অ্যাকাডেমি তৈরি করা হোক।’’
আরও পড়ুন – দ্বিপাক্ষিক সিরিজে দুই মহামেডান
প্রসূন (Prasun Banerjee) আরও বলেন, ‘‘আমার প্রস্তাব, এক রাজ্য, এক খেলা—এমন প্রকল্প চালু হোক। যেমন বাংলায় ফুটবল অ্যাকাডেমি। পাঞ্জাবে হকি অ্যাকাডেমি।’’ তিনি আরও বলেন, ‘‘অলিম্পিকে পদকজয়ীদের ২০ হাজার টাকা পেনশন দেওয়া হয়। যা খুবই কম। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনাজয়ী ক্রীড়াবিদরা ১৪ হাজার করে পেনশন পান। এটাও বাড়িয়ে অন্তত ৩০ হাজার করা হোক।’’ একই সঙ্গে দেশের সব জীবিত অলিম্পিয়ানদেরও (যাঁরা চরম অর্থকষ্টে রয়েছেন) কুড়ি হাজার করে পেনশন চালু করার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রসূনের দাবি, অর্জুন পুরস্কারপ্রাপ্তদের জন্য আগে রেলওয়ে পাস চালু ছিল। কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাস ফের চালু করা হোক। এছাড়া সবক’টি জাতীয় ক্রীড়াসংস্থার প্রেসিডেন্ট পদ শুধু ক্রীড়াবিদদের জন্যই সংরক্ষিত করার দাবিও তোলেন তিনি।