এএফসি-র প্রস্তুতি শুরু করলেন ফেরান্দো

Must read

প্রতিবেদন : শুক্রবার থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান (Mohun Bagan)। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি সরিয়ে এদিন বিকেলেই যুবভারতী প্র্যাকটিস মাঠে দলবল নিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন জুয়ান ফেরান্দো। বাগানের স্প্যানিশ কোচ প্রথমে কোচিং টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারেন। কীভাবে এএফসি কাপের প্রস্তুতি এগোবে তার রূপরেখা তৈরি করে সবাইকে জানিয়ে দিলেন। এর পর শহরে পৌঁছনো ফুটবলারদের সঙ্গে বৈঠক করে একটা লক্ষ্য স্থির করে দিলেন জুয়ান।

আরও পড়ুন – এক রাজ্য, এক খেলা : প্রস্তাব দিলেন প্রসূন

শেষে হুগো বোউমাস, তিরি, প্রবীর দাস, কিয়ান নাসিরিরা অনুশীলনে নেমে পড়েন। এদিন সন্ধ্যায় নৈশালোকে অনুশীলনে ফিজিক্যাল ফিটনেসের উপরই জোর দিলেন ফেরান্দো। ছুটির পর দীপক টাংরি, লেনি রডরিগেসরা ফিটনেসের দিক থেকে কী অবস্থায় আছেন তা দেখে নেন সবুজ-মেরুন (Mohun Bagan) কোচ। বল নিয়ে দৌড়াদৌড়ি, পাসিং প্র্যাকটিস হলেও দল গড়ে খেলানো হয়নি হুগোদের। শনিবার থেকে শুরু হবে পুরোদমে অনুশীলন। রয় কৃষ্ণ-সহ বাকি দেশি-বিদেশি ফুটবলারদের রবিবারের মধ্যেই শিবিরে যোগ দেওয়ার কথা। এএফসি কাপে ১২ এপ্রিল প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কে, তা জানা যাবে ৫ এপ্রিল নেপালের মাচিন্দা এফসি ও শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি ম্যাচের পর। এই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে যুবভারতীতে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবে সবুজ-মেরুন।

Latest article