প্রতিবেদন: আরও এক হাজার নতুন ব্যাটারি চালিত পরিবেশবান্ধব বাস (E-Bus) কিনতে চলেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এ-নিয়ে এ-সংক্রান্ত চুক্তি হতে চলেছে। গত কয়েক বছর ধরে পরিবেশদূষণ রুখতে পরিবেশবান্ধব যানবাহনে জোর দিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে এরই মধ্যে শহর কলকাতা-সহ গোটা রাজ্যেই ব্যাটারি ও সিএনজি চালিত যানবাহন বাড়ানোর ওপর জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার ওপর পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবদ্ধির জেরে এমনিতেই নাভিশ্বাস উঠেছে পরিবহণ শিল্পের। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব বাসই হতে চলেছে আগামী দিনের একমাত্র বিকল্প। এতদিন সরকারি পরিবহণের ক্ষেত্রে দেখা গিয়েছে পরিবেশবান্ধব ব্যাটারি চালিত বাস। এবার বেসরকারি ক্ষেত্রেও ব্যাটারি চালিত বাস (E-Bus) নামানোর পরিকল্পনা করেছে রাজ্য প্রশাসন। বেসরকারি বাসমালিকদের সঙ্গে এ-নিয়ে একপ্রস্থ আলোচনাও হয়েছে বলেই জানা গিয়েছে।