নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনা করার আরেক নজির ফের প্রকাশ্যে এল। বিভিন্ন ক্ষেত্রে বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে বারবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা যে অমূলক নয় তার প্রমাণও একাধিক সরকারি প্রকল্পের ক্ষেত্রে পাওয়া গিয়েছে। বাংলাকে বঞ্চিত করার বাসনায় কেন্দ্রীয় সরকারের সেরকমই একটি অমানবিক পদক্ষেপ আবার প্রকাশ্যে এসেছে।
সরকারি তথ্য অনুযায়ী, সারা দেশে যেখানে ৯৪ লক্ষ অনন্য প্রতিবন্ধী আইডি (UDID) কার্ড ইস্যু করা হয়েছে, সেখানে বাংলায় মাত্র ৯ জনকে এই কার্ড দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের জারি করা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড হল একটি অনন্য প্রতিবন্ধী পরিচয়পত্র, যা প্রতিবন্ধী ব্যক্তিদের (UDID) বিভিন্ন স্কিমের মাধ্যমে প্রসারিত সুবিধাগুলি পেতে সহায়তা করে। আর সেখানেও বাংলাকে বঞ্চিত করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অমানবিক দিকটি প্রকাশ্যে এল। বাংলার মাত্র ৯ জনকে এই অনন্য প্রতিবন্ধী পরিচয়পত্র দেওয়া হয়েছে। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুসারে, এখনও পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৭১৬টি জেলায় ৯৪.৩০ লক্ষ ই-ইউডিআইডি কার্ড তৈরি করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৯ জনকে এই সুবিধা দেওয়া হয়েছে। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার সংবাদমাধ্যমে জানান, কার্ড প্রদানের প্রক্রিয়াটি দ্রুত করার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ক্রমাগত আলোচনা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ সরকারি ভবনকে সম্পূর্ণ সহজগম্য ভবনে রূপান্তরিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ১,৩১৪টি ভবনের জন্য ৫৬২.০৯ কোটি টাকা মঞ্জুর হয়েছে।
আরও পড়ুন- যোগীরাজ্যে আদালতেই খুন গ্যাংস্টার