প্রতিবেদন : একের পর এক সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী হচ্ছে বিজেপি। সঙ্গে সিপিএমও। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া দশাং সমবায় সমিতির নির্বাচন ছিল। মোট আসন ছিল ৫২। তৃণমূল ৫১ আসনে প্রার্থী দেয়, বিজেপি ৪৮। টানটান উত্তেজনায় ভোট হয়। ৪৩ আসনে জয়লাভ করে তৃণমূল। চারটি আসন পেয়েছে বিজেপি। সিপিএম পাঁচটি। ক’দিন আগে নন্দীগ্রামে শহিদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও ৬৮ আসনের মাত্র দুটি পেয়েছিল বিজেপি।
আরও পড়ুন-শুভেন্দুকে দুরমুশ করে চ্যালেঞ্জ অভিষেকের
পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস ৫২ আসনের ৪৩টিতে জয়লাভ করেছে। এই সমবায় সমিতির বোর্ড তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকবে।
মোট আসন ৫২
তৃণমূল : ৪৩
সিপিএম : ৫
বিজেপি : ৪