সংবাদদাতা, রামপুরহাট : সম্প্রতি এক মামলায় সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে সাংসদ শতাব্দী রায়ের নাম উঠে আসায় বিরোধীরা তিলকে তাল করছে। বিরক্ত সাংসদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘যাঁরা হাজির ছিলেন, তাঁরাই বলতে পারবেন। আসলে বিরোধীরা আপনাদের গল্প শোনাচ্ছেন। মহাভারত রচনা করছেন। সিবিআই চার্জশিটে কেন আমাকে সাক্ষী হিসেবে রেখেছেন, সেটা আমার জানা নেই।’
আরও পড়ুন-খোয়াইহাটে বহু সুবিধাযুক্ত ভ্রাম্যমাণ বাস চালু
এদিন বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত ভোট ও আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সকলকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘প্রত্যেকে দিদির আদর্শে নিজের কাজ করে যান। মানুষের পাশে থাকুন।’ তারপর এক শ্রেণির মিডিয়াকে একহাত নিয়ে বলেন, ‘মিডিয়ায় দেখবেন, তৃণমূল নিয়ে অনেক গালগল্প ছড়াবে, যার কোনও ভিত্তি নেই। অনেক জল মেশানো। ওসবে কান দেবেন না। ওদের দোষ নেই। খবরের জন্য অনেক জল মেশাতে হয়।’ আরও বলেন, ‘কেষ্টদার তৈরি মজবুত সংগঠন একদম পাকাপোক্ত সংগঠন। সে ব্যাপারে কোনও চিন্তা নেই।’ এদিনের অনুষ্ঠানে সাংসদ শতাব্দী রায় ছাড়াও ছিলেন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরি, মলয় মুখোপাধ্যায়, ত্রিদিব ভট্টাচার্য, সৌমেন ভকত, সৈয়দ সিরাজ জিম্মি প্রমুখ।